বেশ কিছুদিন আগেই জানা গেছে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের জন্য গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে গতকাল শনিবার (ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট অনুষ্ঠিত হয়। ওই কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইলেন পাকিস্তানি বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান। আর একই কনসার্টে বিনা পারিশ্রমিকে উপস্থাপনা করেছেন আলোচিত দীপ্তি চৌধুরী। ফতেহ আলী ছাড়াও ওই কনসার্টে দেশের শিল্পীরা গান পরিবেশন করেন। আয়োজক স্পিরিট অব জুলাই কর্তৃপক্ষ জানায়, ছাত্র-জনতার জুলাই অভ্য্ত্থুানে আহত ও নিহতদের সহায়তার জন্য এই কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। এদিকে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপস্থাপনার বিষয়ে দীপ্তি বলেন, ‘এটি শুধু কনসার্ট নয়, এখান থেকে অর্জিত অর্থ যাবে জুলাই বিপ্লবে আহতের সহায়তায়। এই আয়োজনে আমি কোনো পারিশ্রমিক নেয়নি। এতে করে কাজটির মাধ্যমে এই মহতী উদ্যোগের অংশীদার হলাম বলে মনে করি। এর আগে একাধিক বহু কনফারেন্স কিংবা শো-এর উপস্থাপনা করলেও আন্তর্জাতিক কনসার্টে প্রথম উপস্থাপনা করলেন দীপ্তি চৌধুরী।