অন্তর্বতী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। উপদেষ্টা পরিষদে তার সহকর্মী মোস্তফা সরয়ার ফারুকী স্মৃতিচারণ করেছেন আরিফ হাসানের। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আরিফ হাসানের মৃত্যুতে শোক জানিয়েছেন। একই সঙ্গে করেছেন সল্প সময়ে পরিচয়ের স্মৃতিচারণ। স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, উপদেষ্টা হাসান আরিফ ভাইয়ের আকস্মিক প্রয়াণে শোকাহত। আমার সাথে উনার আলাপ অল্প কয়েক দিনের। মূলত ক্যাবিনেট মিটিংয়ের আগে-পরে উনার হাসিমুখই মনে পড়ছে। আর মনে পড়ছে এনডিসি প্রোগ্রামে ফিল্ম-অভিনয় এসব নিয়ে আলাপ। উপদেষ্টা হাসান আরিফে হাসানের সঙ্গে সর্বশেষ স্মৃতি উল্লেখ করে ফারুকী বলেন, শেষ যেটা মনে পড়ছে- এবারের বিজয় দিবসে একসাথে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা। এক সময় ক্লান্ত হয়ে আমি দেয়ালে বসলেও উনি ঠাঁয় দাঁড়িয়েছিলেন। এটা নিয়ে একটু হাসি তামাশাও করেছিলেন। আপনার হাসিমুখটাই আমার মনে থাকবে, আরিফ ভাই। গত শুক্রবার বেলা ৩টার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হাসান আরিফের মৃত্যু হয়। হার্ট অ্যাটাকে (হৃদ্রোগ) উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু হয় বলে জানিয়েছেন ল্যাবএইড হাসপাতালের মিডিয়া ম্যানেজার চৌধুরী মেহের এ খোদা। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘উপদেষ্টা এ এফ হাসান আরিফ অসুস্থ ছিলেন। তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে এলে বেলা তিনটা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়। উনার হার্ট অ্যাটাক হয়েছিল।’