যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ রাজনীতিবিদ

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৬ জুলাই, ২০২৫, ০৬:৪৮ পিএম | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৬:৪৮ পিএম
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ রাজনীতিবিদ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শনিবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন ১৪ রাজনীতিবিদ।

বৈঠকে অংশ নেয়-জাতীয় গণফ্রন্ট নেতা আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদ নেতা ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট নেতা ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মার্কসবাদী- বাসদ সমন্বয়ক মাসুদ রানা ও জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ জুলাই) দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারই ধারাবাহিকতায় আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে