রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুনাক শাখার উদ্যোগে শনিবার (২৬ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় শহীদ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাহমুদা হোসেন, সভানেত্রী, পুনাক, রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় আরো উপস্থিত ছিলেন ঈশিতা চাকমাসহ-সভানেত্রী
ইশরাত জাহান সুবর্নাসহ-সভানেত্রী সায়মা আকতার তানিয়া সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমীন যুগ্ম সাধারণ সম্পাদিকা রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর। দোয়া পরিচালনা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মসজিদের খতিব মোহাম্মদ আতাউর রহমান
আল্লাহ যেন সকল শহীদদের জান্নাতবাসী করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন — আমীন।