সেনবাগ থানা পুলিশের অভিযান

৬ হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৭:১৮ পিএম
৬ হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৬ হাজা পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে  সেনবাগ উপজেরা কাবিলপুর গ্রামের মমিনুল হকের ছেলে মোতালেব (৪০)ও তার সহযোগী সেনবাগ পৌরসভা ৯ নং ওয়ার্ডের বেলালের ছেলে সাইফুদ্দিন প্রকাশ রাকিব(২৫)। 

জানাগেছেঃ মোতালেব ও পলাতক বুলেট ফারুক প্রকাশ মুন্না নামের দুজন মাদক ব্যবসায়ী ফেনী থেকে মাদকের চালান নিয়ে সেনবাগের সেবারহাট বাজারে এসে রাকিবের কাছে হস্তান্ত করার সময় স্থানীয় জনতা সেনবাগ উপজেলার ফেনী নোয়াখালী ফোরলেন মহাসড়কের সেবারহাট বাজারের দরজা গ্যালারি নামক দোকানের সামনে মোতালেব এ পলাতক বুলেট ফারুককের আটক করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, সেনবাগ থানা এস এম মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল শনিবর দুপুর ১টার সময় ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন আটক করে। 

গ্রেফতারকৃত মোতালেব কাবিলপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী মমিনুল হকের ছেলে ও তার সহযোগী সাইফুদ্দিন রাকিব সেনবাগ পৌরসভা ৯ নং ওয়ার্ডের বাবুপুর গ্রামের বেলালের ছেলে।

আপনার জেলার সংবাদ পড়তে