গফরগাঁওয়ে জুলাই পূনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ০৬:০১ পিএম
গফরগাঁওয়ে জুলাই পূনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে গত শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘জুলাই পূনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ" অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূইয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুঞ্জু রাণী, উপজেলা সমাজসেবা অফিসার ওয়াহিদুজ্জামান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন প্রমূখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলন আমাদের সমাজ বদলের, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এবং দেশ প্রেম জাগ্রত করার প্রতীক। সভায় দুর্নীতি-সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে