রেসের ঘোড়ার মতো ছুটছে স্কারলেট জোহানসন অভিনীত ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। ২ জুলাই মুক্তি পাওয়া এ সিনেমা এরই মধ্যে ব্যবসা করেছে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। মুক্তির পর থেকে প্রায় প্রতি দিনই দ্রুতগতিতে ঘুরছে সিনেমাটির বক্সঅফিস রিপোর্টের কাঁটা। মাত্র ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত গ্যারেথ এডওয়ার্ড পরিচালিত সিনেমাটি আবারও চাঙ্গা করল স্কারলেটের ক্যারিয়ার। এর আগে গত ছয় বছরের মধ্যে ২০১৯-এর ২৪ অক্টোবর মুক্তি পাওয়া ‘জোজো র্যাবিট’ ছিল তার সর্বশেষ ব্যবসাসফল সিনেমা। তাইকা ওয়েইতি পরিচালিত ওই সিনেমা নির্মাণে খরচ হয়েছিল মাত্র ১৪ মিলিয়ন মার্কিন ডলার। আর সেটি বক্সঅফিস থেকে আয় করেছে প্রায় ১০০ মিলিয়ন ডলার। এরপর ২০২১ সালে মুক্তি পাওয়া কেইট শর্টল্যান্ড পরিচালিত ব্ল্যাক ‘উইডো’ সিনেমাটি কোনোমতে পুঁজি তুলে কিছুটা লাভের মুখ দেখেছিল। সুপারহিরো বেইজ্ড ওই সিনেমা দুরন্ত ব্যবসা না করলেও সুপারহিরো হিসাবে তাকে প্রতিষ্ঠা দিয়েছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন কমেডি ড্রামা ‘অ্যাস্টারয়েড সিটি’র ব্যবসাও তার ক্যারিয়ারকে কিছুটা স্বস্তি দিয়েছিল। ওয়েস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল ওই বছরের কান চলচ্চিত্র উৎসবে। ২৫ মিলিয়ন মার্কিন ডলার খরচের সিনেমাটি আয় করেছিল প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার। এ ছয় বছরে বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল ক্রিস্টিন স্কট থোমাস পরিচালিত কমেডি ড্রামা ‘মাই মাদার্স ওয়েডিং’, ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ব্ল্যাক কমেডি ‘দ্য ফোনেসিয়ান স্কিম’। শেষোক্ত সিনেমাটি চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হলেও স্কারলেট অভিনেত্রী হিসাবে তেমন আলোচনায় আসেননি। কারণ, এ বছর কান উৎসবে মুক্তি পেয়েছে পরিচালক স্কারলেট জোহানসনের প্রথম সিনেমা ‘ইলিনর দ্য গ্রেট’। এটি নিয়ে দারুণভাবে প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী। ৯০ বছর বয়সি এক বৃদ্ধার প্রেমে হাবুডুবু খাওয়া ১৯ বছরের যুবকের নানা কর্মকাণ্ড নিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। আর এ কারণেই এটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। বাণিজ্যিকভাবে সিনেমাটি মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বর্তমানে স্কারলেটকে নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ সিনেমাকে ঘিরে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র জোরা বেনেটের ভূমিকায় অভিনয় করেছেন স্কারলেট। তার সঙ্গে আরও অভিনয় করেছেন- মাহেরশালা আলি, জোনাথন বেইলি, রুপার্ট ফ্রেন্ড, লুনা বেইজি প্রমুখ।