পারফরমেন্স বেজড গ্রান্ডাস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম। (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১ টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে সদর সরকারি মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় ২০২২-২৩ সালের এস,এস,সি ও এইস, এস, সি পাশ মেধা ভিত্তিক ৩০জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও নগদ টাকা প্রদান করা হয়।