কটিয়াদীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৫:৫১ পিএম
কটিয়াদীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। 'পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম' (এসইডিপি) এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের মধ্য থেকে উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, প্রাণি সম্পদ অফিসার ডা.ওসমান গণি, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফের সঞ্চালনায় শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মুন্সি আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার, কটিয়াদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সানজীদা আক্তার ও সারোয়ার হোসেন। পরে মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক মনোনিত ৪০জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ব্যাংকি হিসাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে ২৫ হাজার এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে