কিশোরগঞ্জের বাজিতপুর- নিকলী আসনের (১৬৬ নং) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান এ্যাডভোকেট এহসানুল হুদা তার সহস্রাধিক কর্মী সমর্থক নিয়ে বিভিন্ন ইউনিয়নে র্যালি ও শোভাযাত্রা চালিয়ে যাচ্ছেন। এরই ধারিবাহিকতায় গত রবিবার বিকালে বাজিতপুরের ভাগলপুর, চন্দ্রগ্রাম ও পশ্চিম ভাগলপুর শোভাযাত্রার মধ্য দিয়ে তারেক জিয়ার ৩১ দফা দাবি সম্ভলিত লিফলেট বিতরণ করেন জনতার মাঝে। তিনি বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ কালে বলেন, ফ্যাসিবাদ সরকার দেশ থেকে শতেরো বছর পর পালিয়েছে। বর্তমান অন্তবর্তী কালীন সরকার নিবাচন নিয়ে তালবাহানা চালিয়ে যাচ্ছে। এ সরকারকে যথা সময়ে নির্বাচন না দিলে জনতার আন্দোলন আবার শুরু হবে বলে ধারনা করছেন। এ সময় অবস্থিত ছিলেন হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়া, জেলা যুবদলের সহসভাপতি এ্যাডভোকেট শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন।