বাঘায় বিদ্যুতের পুলের সাথে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৭:৫৪ পিএম
বাঘায় বিদ্যুতের পুলের সাথে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
রাজশাহীর বাঘায় বিদ্যুতের পুলের সাথে মোটরসাইকেলর ধাক্কায় সম্রাট আহম্মেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বাঘা-ঈশ্বরর্দী মহাসড়কের বাঘা উপজেলার হাবাসপুর এলাকায় এই ঘটনা ঘটে। সম্রাট আহমেদ উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের উজ্জ্বল মন্ডলের ছেলে। জানা গেছে, মীরগঞ্জ মোড় হতে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সম্রাট আহমেদ তার একই গ্রামের বন্ধু সাব্বির হোসেনকে (২৩) সাথে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা বাঘা-ঈশ্বর্দী মহাসড়কের বাঘা উপজেলার হাবাসপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের পুলের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সম্রাট আহম্মেদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরের দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। তবে সাব্বির হোসেন ছিঁটকে রাস্তায় পড়লেও প্রাণে বেঁচে যান। তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। পরের দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে সম্রাট আহমেদকে দাফন করা হয়েছে। বিষয়টা নিশ্চিত করেন তার বড় ভাই রমজান আলী। বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তবে অন্যের মাধ্যমে বিষয়টি জেনেছি।
আপনার জেলার সংবাদ পড়তে