নতুন ইউএনও যোগদানের আগেই বদলি আদেশ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৪:৫৯ পিএম
নতুন ইউএনও যোগদানের আগেই বদলি আদেশ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাবাসী আবারও অপেক্ষায় রয়েছেন একজন নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর আগমনের। সাম্প্রতিক সময়ে বিরামপুরে নতুন একজন ইউএনওর যোগদানের প্রক্রিয়া চলছিল। তবে চমকপ্রদ বিষয় হলো যোগদানের আগেই সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি আদেশ আসে। ফলে তিনি বিরামপুরে এসে দায়িত্ব গ্রহণ না করেই অন্যত্র বদলি হয়ে যান।

এতে করে সাধারণ জনগণের মাঝে কিছুটা হতাশা দেখা দিলেও আবারও আশায় বুক বেঁধেছে বিরামপুরবাসী এবং নতুন ইউএনও’র আগমনের প্রহর গুনছে সবাই।

প্রশাসনিক এ ধরণের অস্থিরতা এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে। সকলেই আশা করছেন, দ্রুত একজন দক্ষ ও মানবিক ইউএনও নিয়োগ পেয়ে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে নতুন গতি পাবে বিরামপুর।

আপনার জেলার সংবাদ পড়তে