মেহেরপুরের গাংনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৫:১৪ পিএম
মেহেরপুরের গাংনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মেহেরপুরের গাংনীতে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কীমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিটারিং শাখার সহকারী পরিচালক মোঃ ফকরুল ইসলাম 

বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মো: আব্দুল্লাহ্ আল মাসুম।

এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে  উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হযরত আলী বলেন, “এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পারফরম্যান্স উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।”

সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, “গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্ববোধের বিকল্প নেই।

আপনার জেলার সংবাদ পড়তে