ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের শিশু জীবন বাঁচাতে আকুল আবেদন

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৫:১৬ পিএম
ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের শিশু জীবন বাঁচাতে আকুল আবেদন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর অর্থাভাবে চিকিৎসা করতে পারছেনা একটি অসহায় পরিবার। উপজেলার ভারতীয় সীমান্তঘেষা দক্ষিণ বাঁশজানী এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের একমাত্র সন্তান ৮ বছরের আব্দুর রহমান। সম্প্রতি শিশুটির নাকদিয়ে রক্ত ক্ষরণ ও চোখে রক্ত জমাট বাঁধলে তাকে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে নেয়া হয়। চিকিৎসকরা জানান, তার ব্লাড ক্যন্সার হয়েছে। গত ৭ দিন আগে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎকরা অবিলম্বে বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। বাবা জাহাঙ্গীর আলম গ্রামে সাইকেল মেরামতের কাজ করেন। তার আয়ের আর কোন পথ নেই। ছেলের চিকিৎসার জন্য প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার প্রয়োজন। ফলে অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। তাই শিশুটিকে বাঁচানোর জন্য দেশের সকল মানবিক সংগঠন, দয়ালু ব্যক্তি ও হৃদয়বান ব্যক্তি এবং সংস্থার কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে অসহায় পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানাঃ জাহাঙ্গীর আলম বিকাশ (পার্সোনাল) ০১৩১০৩১৫১২৬ অথবা ভূরুঙ্গামারী জনতা ব্যাংক, হিসাব নং-০১০০২৬৮০৯৫৮৯১।