চিরিরবন্দরে দক্ষিন হযরতপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাথী চৌধুরীর বিরুদ্ধে ছুটি ছাড়াই ৭ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিয়োগ উঠেছে ।
জানা যায়, ২০১০ সালে ১২ সেপ্টেম্বর চিরিরবন্দর উপজেলার দক্ষিন হযরতপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে যোগদানের পর বিদ্যালয়ে নিয়মিত আসলেও বিভিন্ন শারীরিক অসুস্থতাজনিত কারনে অনিয়মিত হয়ে পড়েন। ইতিপুর্বেও শারীরিক অসুস্থতা ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হওয়ায় উর্দ্ধতন জনৈক কর্মকর্তার মানবিকতায় তিনি প্রায় ২ বছর বিদ্যালয়ে আসেননি।
প্রধান শিক্ষক ফজিলা ইয়াসমিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওই শিক্ষক ক্যান্সার অসুস্থতা জনিত কারণে ছুটির আবেদন করেছেন। তার আবেদন সংশ্লিষ্ট অফিসে পাঠানো হয়েছে। অফিস কতৃপক্ষ যা নির্দেশনা দিবেন, সেটি বাস্তবায়ন করা হবে।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনজুরুল ইসলাম বলেন, ওই সহকারি শিক্ষক দুই মাসের মেডিকেল ছুটির আবেদন করে প্রায় ৪ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে শিক্ষক সাথী চৌধুরীর বক্তব্য নিতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা শিক্ষা অফিসার মিনারা পারভীন বলেন, ওই শিক্ষকের ২ মাসের ছুটি মঞ্জুর করা আছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে ওই শিক্ষক জবাব দাখিল করেছেন। উক্ত জবাবসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।