চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস গজারিয়া উপজেলা শাখা। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় জমায়েত হতে থাকে সংগঠনটির নেতাকর্মীরা । পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় বক্তার বলেন, ‘ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী এ সংগঠনটির লক্ষ্যই হলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। বিগত বছরগুলোতে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারে সহযোগী হিসেবে কাজ করেছে। এখন তারা হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা অবিলম্বে এ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানাই। সেই সাথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি'। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস গজারিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আতাউল্লাহ মহসিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা আব্দুল ওহিজ প্রমূখ।