চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানসহ মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বহিস্কৃত অন্যরা হলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন ও বারৈয়ারহাট থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।বুধবার (৩০ জুলাই) সকালে বারইয়ারহাট পৌরসদরে এবং দুপুরে মিরসরাই উপজেলা সদরে মিছিল শেষে মিরসরাই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন বহিষ্কার হওয়া নেতাদের অনুসারীরা।উপজেলা সদরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বহিষ্কারাদেশ ‘একতরফা ও ষড়যন্ত্রমূলক’ এবং এতে ত্যাগী নেতাদের রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা করা হয়েছে। তারা বলেন, এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত বিএনপির সাংগঠনিক ঐক্যে আঘাত হানবে।এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ‘নুরুল আমিন চেয়ারম্যানসহ অন্য নেতারা বছরের পর বছর দলকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন। গত ১৬ বছর আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তাদের বহিষ্কার করে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।’উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুর ইসলাম স্বপন, বারৈয়ারহাট পৌরভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য এসএম সুমন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্রদল নেতা সালমান হায়দার প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার রাতে বিএনপির অফিসিয়াল প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়। এতে বলা হয়, ‘আপনারা দলের ভেতর সংঘাত ও হানাহানি সৃষ্টি করে বিএনপিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। অসহিষ্ণু আধিপত্যকামী মনোভাবের জন্য দলের ভেতরে দ্বন্দ্ব ও সহিংসতা চরম পর্যায়ে পৌঁছেছে। বারবার সর্তক করা হলেও দলের ভেতরে বিশৃঙ্খলা অব্যাহত রেখেছেন। সুতরাং দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।’