সিলেটে জুলাই স্মরণে গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের দ্রোহের সমাবেশ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৫, ০৭:০০ পিএম
সিলেটে জুলাই স্মরণে গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের দ্রোহের সমাবেশ

২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-শ্রমিক-জনতার উপর চালানো নজিরবিহীন নিপীড়নের প্রতিবাদে গড়ে ওঠা গণআন্দোলনের এক বছর পূর্তিতে “জুলাই স্মরণে দ্রোহের সমাবেশ”অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট ক্বিন ব্রিজের নিচে সিলেট নগর গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেট নগরী ও আশপাশের অঞ্চল থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, শিক্ষক, গণতান্ত্রিক সংগঠনের প্রতিনিধি ও আন্দোলনের কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা এক বছর আগের ঘটনার বিচার, দমন-পীড়নের অবসান এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর সভাপতি তানজিনা বেগম। তিনি বলেন,

“২০২৪ সালের জুলাই ছিল জনগণের অস্তিত্ব রক্ষার মাস। সেই সময়কার রাষ্ট্রীয় নিপীড়নকে আমরা ভুলিনি, ভুলব না। আমাদের দ্রোহ অব্যাহত থাকবে যতদিন না গণতন্ত্র ও ন্যায়ের জয় হয়।” সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সভাপতি ছায়েদুল হক নিশান, সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ।

বক্তারা বলেন, রাষ্ট্র যখন শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের কণ্ঠরোধ করে, তখন প্রতিরোধই হয়ে ওঠে মানুষের নৈতিক দায়িত্ব। এক বছর পেরিয়ে গেলেও তখনকার হামলা-গ্রেফতার-নিপীড়নের বিচার হয়নি। বরং আন্দোলনের কর্মীদের উপর এখনও নজরদারি চলছে।

সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, নারী অধিকার সংগঠক, এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। তারা সবাই জুলাই আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতের গণতান্ত্রিক সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

সমাবেশে গান, কবিতা ও পথনাটকের মাধ্যমে প্রতিবাদের ভাষা ছড়িয়ে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল দৃঢ় প্রত্যয়, স্মরণ ও প্রতিজ্ঞার আবহ।

আপনার জেলার সংবাদ পড়তে