হাটওবাজর ব্যবসায়ী সমিতি নতুন কমিটি ঘোষনা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ১২:৩২ পিএম
হাটওবাজর ব্যবসায়ী সমিতি নতুন কমিটি ঘোষনা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি খাসমহল হাটওবাজর ব্যবসায়ী সমিতি নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। ফরিদ খান  সভাপতি ও আরমান আলী প্রধান কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যর কমিটি গঠন করা হয়। গতকাল রাত ৮ টায় হিলি বাজারের পাবলিক ক্লাব কাযালয়ে করিম হোসেনের সভাপতিত্বে ত্রি বাষিক সাধারণ অধিবেশন শুরু হয়।  অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  সাখাওয়াত হোসেন শিল্পী,  ব্যবসায়ী মুশফিকুর রহমান চৌধুরী সহ অনেকে।

 অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করা হয় এরং ফরিদ খান  সভাপতি ও আরমান আলী প্রধান কে সাধারণ সম্পাদক করে  ৩ বছর মেয়াদি ৭ সদস্যর কমিটি গঠন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে