জাতীয় চলচ্চিত্র পুরস্কার: শাহরুখ-রানী-বিক্রান্ত পেলেন কীর্তি ও নগদ সম্মান

এফএনএস বিনোদন | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০২:৪০ পিএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার: শাহরুখ-রানী-বিক্রান্ত পেলেন কীর্তি ও নগদ সম্মান

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাসম্পন্ন সম্মান হিসেবে বিবেচিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৭১তম আসরের ফলাফল প্রকাশ করা হয়েছে শুক্রবার  (১ আগস্ট)। এ বছরের তালিকায় রয়েছে বলিউডের একাধিক আলোচিত সিনেমা ও অভিনেতার নাম, যার মধ্যে সর্বাধিক আলোচনায় আছেন শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনে এবারই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন এই অভিনেতা।

এবারের আসরে ফিচার ও নন-ফিচার বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে দুটি ভাগে— স্বর্ণ কমল (গোল্ডেন লোটাস) এবং রজত কমল (সিলভার লোটাস)। স্বর্ণ কমল বিজয়ীরা পাচ্ছেন ৩ লাখ রুপি, আর রজত কমল বিজয়ীরা পাচ্ছেন ২ লাখ রুপি করে।

২০২৩ সালের ২২ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। তাঁর সঙ্গে যৌথভাবে এই খেতাব ভাগ করে নিয়েছেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমার অভিনেতা বিক্রান্ত ম্যাসি। জাতীয় পুরস্কারের রজত কমল বিজয়ী হিসেবে তাঁরা প্রত্যেকে ১ লাখ করে রুপি পাবেন, অর্থাৎ মোট ২ লাখ রুপি সমানভাবে ভাগ করবেন।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। তাঁর অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি ২০২৩ সালের ১৭ মার্চ মুক্তি পায়। বাস্তব ঘটনাপ্রবাহ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই চলচ্চিত্রে রানীর অনবদ্য অভিনয়ের জন্য তাঁকে সম্মাননা দেওয়া হয়েছে। তিনিও পুরস্কারের অংশ হিসেবে ২ লাখ রুপি পাচ্ছেন।

পরিচালনা বিভাগে স্বর্ণ কমল পুরস্কার পেয়েছেন সুদীপ্ত সেন। তাঁর পরিচালিত বিতর্কিত হলেও আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। সেরা নবাগত পরিচালক হিসেবে স্বর্ণ কমল পেয়েছেন আশীষ বেন্দে, যিনি মালায়ালাম সিনেমা ‘আচমাপেলেট’ নির্মাণ করেছেন। এই দুই নির্মাতা প্রত্যেকেই পাচ্ছেন ৩ লাখ রুপি করে।

সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে ‘টুয়েলভথ ফেল’। এটি প্রযোজনা করেছে ভিসি ফিল্মস এবং পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া। স্বর্ণ কমল বিজয়ী হিসেবে এই সিনেমাটিও পাচ্ছে ৩ লাখ রুপি পুরস্কার। একই সঙ্গে সেরা বিনোদনমূলক চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে করন জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’, যেটিও ৩ লাখ রুপি পাচ্ছে।

সহ-অভিনয় বিভাগেও সম্মাননা পেয়েছেন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে বিজয়রাঘবন (পুকালাম) ও মুথুপেত্তাই (পার্কিং) যৌথভাবে পুরস্কার পেয়েছেন। সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মাননা ভাগ করে নিয়েছেন উর্বশী রাউতেলা (উল্লোজুক্কু) ও জানকি বোদিওয়ালা (ভাস)। রজত কমলের আওতায় পড়ায়, এসব বিজয়ীরা ২ লাখ রুপি পুরস্কার সমানভাবে ভাগ করে নেবেন।

গানের বিভাগেও মিলেছে স্বীকৃতি। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হয়েছেন এস রোহিত এবং সেরা নারী গায়িকা হয়েছেন শিল্পা রাও, যাঁরা প্রত্যেকে ২ লাখ রুপি করে অর্থমূল্য পাচ্ছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমার গান ‘ছালেয়া’র জন্যই শিল্পা এই পুরস্কার জিতেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুধুমাত্র অর্থমূল্য নয়, এটি ভারতীয় চলচ্চিত্রে এক অনন্য স্বীকৃতি। তবে পুরস্কারের অর্থমূল্যও কম নয়। সর্বোচ্চ ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারে দেওয়া হয় ১৫ লাখ রুপি, যেখানে গোল্ডেন লোটাসে ৩ লাখ এবং সিলভার লোটাসে ২ লাখ রুপি পুরস্কার হিসেবে দেওয়া হয়।

এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে শাহরুখ খান তাঁর অভিনয় জীবনের দীর্ঘদিনের এক স্বপ্ন পূরণ করলেন। দেশজুড়ে শুধু ভক্ত নয়, চলচ্চিত্র মহলেও এ অর্জনকে স্বাগত জানানো হয়েছে উচ্ছ্বাস ও সম্মানের সঙ্গে।

আপনার জেলার সংবাদ পড়তে