৫ আগস্ট ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উদযাপন উপলক্ষে

আগৈলঝাড়ায় বিএনপি ত্রি-ধারায় বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন সভার ডাক

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৩:০১ পিএম
আগৈলঝাড়ায় বিএনপি ত্রি-ধারায় বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন সভার ডাক

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উদযাপন উপলক্ষে ৫ আগস্ট বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ত্রি-ধারায় বিভক্ত হয়ে সকল প্রস্তুতি সম্পান্ন করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির সকল দলীয় কর্মসূচী বিভক্ত হয়ে পালন করে আসছে। একারনে স্থানিয় বিএনপির কর্মী ও সমরধকেরা রয়েছে মহাবিপদে।

দলিয় সূত্রে জানাগেছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উদযাপন উপলক্ষে ৫ আগস্ট পালন করাতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান র‌্যালি ও সভা করবেন বিকেলে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে। অন্যদিকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোহবান সকালে র‌্যালি ও সভা করবেন আগৈলঝাড়া বালিকা বিদ্যালয়ের মাঠে। অপরদিকে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এমপি জহির উদ্দিন স্বপন সকালে গৌরনদী কলেজ মাঠে সভা করবেন বলে জানাগেছে।

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উদযাপন উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমানের পক্ষে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন শিকদারের সভাপতিত্বে উপজেলার  পাঁচটি ইউনিয়নে প্রস্তুতি সভা করেছেন। সভা উপস্তিত ছিলেন উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাণ্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পান্না, আরিফ হোসেন ফিরোজ, মাওলানা আ.রব মিয়া, যুবদল নেতা হেমায়েত উদ্দিন তালুকদার, সালমান হাসান রিপনসহ প্রমুখ। 

অপরদিকে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এমপি জহির উদ্দিন স্বপনের পক্ষে উপজেলার  পাঁচটি ইউনিয়নে প্রস্তুতি সভা করেছেন। সভার নেতৃত্বদিয়েছেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না। 

অন্যদিকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোহবান’র পক্ষে  উপজেলার পঁটি ইউনিয়নে পাঁচদিন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ডা:মাহাবুবুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক শোভন রহমান মনির, সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন  ও জেলা যুবদল নেতা রাশেদুল ইসলাম টিটন এর নেতৃত্বে সকল প্রস্ত্তুতি সম্পন্ন করাহয়েছে। 

 নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতা-কর্মী বলেণ, ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে আগৈলঝাড়া উপজেলা বিএনপি ত্রি-ধারায় বিভক্ত হয়ে সকল দলীয় কর্মসূচী পালন করতে দেখা গেছে। মাঝে মধ্যে কেন্দ্রীয় বিএনপি নেতা আকন কুদ্দুচুর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুস সোহবান’র পক্ষের নেতা-কর্মীরা এক হয়ে কর্মসুচী পালন করে। অন্যদিকে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন’র পক্ষের নেতা-কর্মীরা ভিন্ন ভাবে কর্মসূচী পালন করে থাকে। ভিন্ন ভিন্ন কর্মসূচীর কারনে বিএনপি’র নেতা-কর্মীরা অংশ গ্রহন করতে হতাগ্রহস্থ থাকে। একজনের সভায় গেলে অন্যনেতা কি মনে করে। দলের অধিক অংশ নেতা-কর্মীরা কোন নেতার সভায় অংশগ্রহন করে না। এই বিভক্তির ব্যাপারে উপজেলা বিএনপি’র কোন নেতাই বক্তব্য দিতে রাজি হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে