ঘোড়াঘাটে যুব দিবস পালন

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০২:১৮ পিএম
ঘোড়াঘাটে যুব দিবস পালন

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালী,আলোচনা সভা ও যুব ঋণ বিতরন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায়  ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে যুব উন্নয়ন কর্মকর্তা(অঃদাঃ) এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক,ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ পাঁচ জন যুবকের মধ্যে প্রত্যেকে ১০হাজার টাকার চেক বিতরন করেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন সহকারী যুব উন্নয়ন অফিসার শাহ মোঃ আব্দুর রেজা। 

আপনার জেলার সংবাদ পড়তে