দিঘলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৫:৩০ পিএম
দিঘলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

দিঘলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা শপথ বাক্য পাঠ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

'প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা প্রশাসন উপজেলা র‍্যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত দিঘলিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। 

গতকাল মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, সোনালী ব্যাংক দিঘলিয়া শাখা ব্যবস্থাপক মিয়া  রফিকুজ্জামান,। এ সময় বিভিন্ন উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সফল উদ্যোক্তা সাহেদ বিন জাহিদ, পাপিয়া সুলতানা, আকিব হোসেন। এ সময় যুব উন্নয়ন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ সময় বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করতে হবে। পাশাপাশি দেশ উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। অর্থনৈতিকভাবে সবাই মিলে দেশটিকে এগিয়ে নিতে হবে। উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। 


আপনার জেলার সংবাদ পড়তে