সিংড়ায় জাতীয় যুব দিবসে আলোচনা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৭:০১ পিএম
সিংড়ায় জাতীয় যুব দিবসে আলোচনা

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‌্যালি, শপথ গ্রহণ ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রকল্পে ১৮ জন ব্যক্তির মাঝে ২০ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। 

সভায় ইউএনও মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে