যুব দিবস উপলক্ষে হাকিমপুরে জামায়াতে ইসলামীর সভা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৭:২২ পিএম
যুব দিবস উপলক্ষে হাকিমপুরে জামায়াতে ইসলামীর সভা

১২ আগষ্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে যুব বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর যুব বিভাগের যুগ্ম আহবায়ক আহমেদ ইয়াসির আরাফাত, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান, আব্দুর রশিদ মাষ্টার সহ আরও অনেকে। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফের দেশ পরিচালনার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককের জয় লাভের জন্য যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর জাতীয় সংসদ চলবে কোরআনের আইনে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে