ধামইরহাটে ইয়ুথ পিস এ্যাম্বাসিডর গ্রুপের ত্রৈমাসিক সভা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০৭:৩৮ পিএম
ধামইরহাটে ইয়ুথ পিস এ্যাম্বাসিডর গ্রুপের ত্রৈমাসিক সভা

নওগাঁর ধামইরহাটে ইয়ুথ পিস এ্যাম্বাসিডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট সকাল সাড়ে ১০ টায় আমাইতাড়া মোড়স্থ্য টু- ব্রুস চাইনিজ রেস্টুরেন্টে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিএফজি ধামইরহাট শাখার আয়োজনে নারী শান্তি সহায়কদের প্লাটফর্ম (ওয়েভ) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।  

ধামইরহাট পিএফজির কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজির জেলা কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন, জেলা মহিলা দলের সহ সভাপতি মোছাঃ মাজেদা বেগম, মোছাঃ বেলি খাতুন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার, পৌর বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদিকা মর্জিনা বেগম, পৌর বিএনপি'র সহ মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা ইয়াসমিন, থানা বিএনপি'র সহ মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে কুলসুম, নারী নেত্রী ডলি দাস, ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর সাঈদ বিন জাবেদ, সদস্য জাহিদ ইকবাল, সহ দি হাঙ্গার প্রজেক্ট পিএফজির সদস্যবৃন্দ। প্রধান অতিথির  বক্তব্যে আলহাজ্ব হানজালা বলেন, ‘নারীদের যথাযথ সম্মান-মর্যাদা ও অধিকার আদায়ের লক্ষ্যে সহনশীল হয়ে সু-শৃঙ্খল সমাজ গঠনে নিজ নিজ অবস্থা থেকে ভূমিকা পালন করতে হবে। ’

আপনার জেলার সংবাদ পড়তে