আমতলীতে সমবায় সমিতির নির্বাচন

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০৮:০৯ পিএম
আমতলীতে সমবায় সমিতির নির্বাচন

আমতলী উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং কঠোর নিরাপত্তার  মধ্যে দিয়ে গত কাল বুধবার দিনব্যাপী  উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি:  নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক চেয়ার প্রতিকের প্রার্থী মঈনুুদ্দন মামুন ৮১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। তার নিকটতম  আম প্রতিকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গাজী মো. মাহবুবুর রহমান ৩৯ ভোট পেয়েছেন। ১৫৭ ভোটারের মধ্যে ১২০ জন সমবায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মো. রাজিব সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনের দায়িত্ব পালন করেন সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান।