গতকাল শুক্রবার সকাল ৭টায় শ্রী শ্রী কান্তজীউ যুগল বিগ্রহ কান্তজীউ মন্দির থেকে ঢেপা নদীর ২৫ কি. মি. নৌপথে নৌবহর ৩৭টি ঘাটে যাত্রা বিরতি করবে। নদীর দুই ধারে ভক্তবৃন্দ দাড়িয়ে কান্তজীউ বিগ্রহ দর্শন করবেন। শুক্রবার সকাল ৭টায় ঐতিহ্যবাহি কান্তনগর মন্দির থেকে পূজা অর্চনা শেষে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ পূনর্ভবা নদীর কান্তনগর ঘাটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয়। বিদায় মুহুর্তে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম, ট্রাস্টি রঞ্জিত কুমার সিংহ, ডিসি রায় প্রমুখ।
প্রতি বছর নৌকা যোগে কান্তনগর ঘাট থেকে বিগ্রহ দিনাজপুর-রাজবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলে শত শত সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্যরা নদীর দুই কুলে ভীড় করে। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের আর এক রূপ কান্তজীউ বিগ্রহ নিয়ে আসাকে কেন্দ্র করে পূনর্ভবা নদীর দুই তীরে প্রতি বছর ভক্ত পূর্ণ্যার্থীর ভীড়ে কানায় কানায় পূর্ণ হয়ে উৎসবের আমেজে পরিণত হয়।