কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শ্রী শ্রী হরিসভা প্রাঙ্গন হতে আজ শনিবার দুপুর ১২টায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মষ্ঠমী মহোৎসব বর্ণাঢ্য নগর মহা শুভাযাত্রার নেতৃত্ব দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণের উপজেলা সভাপতি অধ্যাপক ইন্দ্রজিত দাস, সাধারণ সম্পাদক কাজল সাহা, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা রায়, বাজিতপুর হরিসভার সহ-সভাপতি মাস্টার দুলাল চন্দ্র দে। এ শোভাযাত্রাটি হরিসভা থেকে বাজিতপুর বাজার হয়ে শত শত ভক্তবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে শ্রীকৃষ্ণের জন্মষ্ঠমী মহোৎসবের বিভিন্ন ধর্মীয় দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যার দিকে হরিসভা প্রাঙ্গনে শ্রীকৃষ্ণের ধর্মীয় বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন বলে আলোচকদের নিকট থেকে জানা গেছে।