ঘোড়াঘাটে জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রা পালিত

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৩:৫৯ পিএম
ঘোড়াঘাটে জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রা পালিত

দিনাজপুরের ঘোড়াঘাটে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উৎসব যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে রতন চক্রবর্তী সভাপতিত্বে স্থানীয় বড়গলি মন্দিরে  পূজা-অর্চনা, ভক্তিমূলক সংগীত পরিবেশন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। এ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ। হাতে শঙ্খ, ঢাক-ঢোল, পতাকা ও প্রতীক নিয়ে তারা শোভাযাত্রায় অংশ নেন।এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, থানার সেকেন্ড অফিসার সাব্বির আলম, অরুণ কুমার সহ আরও অনেকে। শোভাযাত্রা শেষে শান্তিপূর্ণভাবে পুনরায় মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে বিশেষ প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও সমাজের কল্যাণ কামনা করা হয়। এসময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে