মাহেন্দ্রা যাত্রীর স্বর্ণের চেইন ছিনতাইকালে আঞ্জুমান আরা (৪৫) নামের এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকার। আটক আঞ্জুমান আরা জানিয়েছেন তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
গৌরনদী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকার বাসিন্দা ভুক্তভোগী মাহেন্দ্রা যাত্রী মাসুদা আক্তার অভিযোগ করে বলেন, গৌরনদী থেকে মাহেন্দ্রাযোগে কাসেমাবাদ যাওয়ার পথিমধ্যে ওই মাহেন্দ্রায় আরও চার নারী যাত্রী ওঠেন। তারা কৌশলে আমার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। এসময় তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও আঞ্জুমান আরা নামের ওই নারীকে ঝাপটে ধরে তিনি চিৎকার শুরু করেন। তখন স্থানীয়রা এগিয়ে এসে তাকে (আঞ্জুমান আরা) আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এবিষয়ে ভুক্তভোগী মাসুদা আক্তারকে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।