অসুস্থতার পর শঙ্কামুক্ত ফারুকী, বিকেলে চিকিৎসা বোর্ডের বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৩:৩৯ পিএম
অসুস্থতার পর শঙ্কামুক্ত ফারুকী, বিকেলে চিকিৎসা বোর্ডের বৈঠক

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। রোববার (১৭ আগস্ট) সংস্কৃতি মন্ত্রণালয় চিকিৎসকদের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৫ আগস্ট) তিনি সরকারি কর্মসূচিতে যোগ দিতে কক্সবাজার সফরে যান। এ সময় মন্ত্রণালয়ের আয়োজিত একটি কর্মশালায় অংশ নেন। শনিবার (১৬ আগস্ট) রাতের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে বিমান বাহিনীর মেডিকেল হেলিকপ্টারে করে দ্রুত ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে আপাতত তিনি আশঙ্কামুক্ত। বিকেল ৩টায় চিকিৎসকদের একটি বোর্ড মিটিং বসবে। ওই বৈঠকের পর তার চিকিৎসা-সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, উপদেষ্টা ফারুকীর শারীরিক অবস্থা নিয়ে নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য প্রচার বা গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ফারুকীর এ সফরে কক্সবাজারে জেলা সংস্কৃতি হাব ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন-সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে