ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে (২৭) নিয়ে ছড়ানো ‘হত্যা মামলা’ সংক্রান্ত খবর বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটির দাবি, তিনি কোনো হত্যা মামলার আসামি নন, বরং একটি পুরনো নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিএমপির মুখপাত্র ও মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রোববার (১৭ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ এলাকা থেকে আজিজুর রহমানকে আটক করা হয়। পরদিন শনিবার (১৬ আগস্ট) এপ্রিল মাসে ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ভ্রান্তভাবে প্রচার করা হয় যে, ওই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়েছে। অথচ প্রকৃতপক্ষে এটি দণ্ডবিধির অধীনে দায়ের হওয়া একটি নিয়মিত মামলা, যার সঙ্গে হত্যার কোনো সম্পর্ক নেই।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এ ধরনের ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।