গুরুজী ড. আনোয়ার চৌধুরীর জন্ম-মানব সেবার জন্য! আর এই সেবা দিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের নিকট দোষী সাব্যস্ত হয়ে কারাদন্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত হলো তাঁর বাণিজ্যিক প্রতিষ্ঠান জীবন মহল পার্ক এন্ড রিসোর্ট।
উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত জীবন-মহল পার্কের হোয়াইট হাউজ রিসোর্টে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ম্যানেজার মোজাম্মেল হক ও সহকারী ম্যানেজারন জুয়েল রানা’সহ ০৭ জনকে শনিবার রাতে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। অশ্লীল কর্মকান্ডে লিপ্ত থাকার অপরাধে ০৪ জনকে ১৫ দিন করে এবং ০১ জন’কে ০১ মাস কারাদণ্ড’সহ ম্যানেজার’কে ২০ দিন ও সহকারী’কে ১৫ দিন কারাদণ্ড এবং মোট ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া নিবন্ধন ব্যতীত হোটেল পরিচালনার অপরাধে জীবন-মহল পার্কের হোয়াইট হাউজ রিসোর্ট কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দিনাজপুরের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় দিনাজপুর জেলা পুলিশ এবং বিরল থানা পুলিশের সদস্য’রা উপস্থিত ছিলেন। রবিবার কারাদন্ডাদেশ প্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।