ট্রাক্টর মেরামত করার সময়

মুলাদীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৭:৫৪ পিএম
মুলাদীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

বরিশালের মুলাদীতে ট্রাক্টর মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মো. জামেরুল (২১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। মো. জামেরুল কৃষ্ণপুর গ্রামের আতাহার খন্দকারের ছেলে। জামেরুলের চাচা মো. মোতালেব খন্দকার জানান, কৃষি কাজের পাশাপাশি জামেরুল পাওয়ার টিলার চালান। নদী পারাপারেরর ঝামেলা এড়াতে টিলার মেরামতের জন্য তিনি ওয়েল্ডিং যন্ত্র কিনে নেন। শনিবার বেলা ১১টার দিকে বাড়িতে পাওয়ার টিলারটি ওয়েল্ডিং করতে ছিলেন। অসাবধানতা বশত তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি বুঝতে পরে বাড়ির লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের পাওয়ার টিলার ওয়েল্ডিং করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। অভিভাবকের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে