চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডাক্তার প্রসঙ্গ’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।
তিনি লেখেন, শনিবার (১৬ আগস্ট) একটি অনুষ্ঠানে ডাক্তারদের নিয়ে কথা বলার সময় প্রথমে রোগী হিসেবে নিজের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে পাওয়া কিছু সমালোচনাও উল্লেখ করেন। তবে এসব সমালোচনা সব চিকিৎসকের জন্য নয়—এই বিষয়টি তিনি অনুষ্ঠানে স্পষ্ট করেছিলেন বলে দাবি করেন।
আসিফ নজরুল পোস্টে বলেন, “অনেক ডাক্তার আছেন অত্যন্ত ভালো, তবে কিছু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর অভিযোগ রয়েছে। আমি সেই অভিযোগগুলো কারও অভিজ্ঞতা থেকে স্টেটমেন্ট আকারে বলেছি, কিছু প্রশ্ন আকারে তুলেছি। কিন্তু কোনো পত্রিকা আমার সম্পূর্ণ বক্তব্য না ছেপে এমনভাবে প্রকাশ করেছে, যাতে মনে হতে পারে আমি সব ডাক্তারদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছি। বিষয়টি আসলে তা নয়।”
তিনি আরও লেখেন, “এদেশে বিপুলসংখ্যক চিকিৎসক আছেন যারা ত্যাগ, সততা ও দক্ষতা দিয়ে রোগীদের সেবা করে যাচ্ছেন। আমার বক্তব্যের প্রকাশভঙ্গি তাদের মনে কষ্ট দিতে পারে। তাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে যেসব অভিযোগ কিছু ডাক্তারদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, তা নিয়ে সংশ্লিষ্টদের ভাবার এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।”
এর আগে শনিবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অনেক চিকিৎসক ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষা করেন, রোগীর স্বার্থ নয়। তিনি প্রশ্ন তোলেন, বড় হাসপাতালগুলোতে কেন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য চিকিৎসকদের সঙ্গে দেখা করার আলাদা সময় বরাদ্দ থাকে—যা পৃথিবীর অন্য দেশে বিরল। এ বক্তব্যে চিকিৎসক সমাজের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম ও জাতীয় নাগরিক পার্টি একে একে এ মন্তব্যের নিন্দা জানায় এবং প্রতিবাদ বিবৃতি দেয়।