বিরলে বয়স্কভাতার টাকা চাওয়ায় শত্রুতাবশতঃ মামলায় বৃদ্ধ জেলহাজতে

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৫:৩৫ পিএম
বিরলে বয়স্কভাতার টাকা চাওয়ায় শত্রুতাবশতঃ মামলায় বৃদ্ধ জেলহাজতে

বিরলে বয়স্কভাতার টাকা চাওয়াকে কেন্দ্র করে শত্রুতাবশতঃ মামলায় প্রায়২০দিন যাবৎ এক বৃদ্ধ জেলহাজতে যাওয়ার লোমহর্ষক ঘটনার অভিযোগ উঠেছে। ব্যাক্তিগত মোবাইল ফোন না থাকায় পার্শ্ববর্তী ভাতিজার মোবাইল নম্বরে ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে সে টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করলে মনমালিন্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বৃদ্ধ আব্দুস সামাদ এর জরাজীর্ণ শয়নঘরের ধারের কাদামাটি বৃষ্টির পানিতে ধুয়ে ভেসে যাওয়ায় কোদাল দিয়ে তা তোলার সময় ওই ভাতিজার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। শেষে উভয়পক্ষে মারপিট পর্যন্ত গড়ায়। অতঃপর গ্রামে শালিসে সমাধান না মানায় মারপিটের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের মাধ্যমে বানোয়াট ধর্ষণের ঘটনা উপস্থাপন করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।

উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বড়বৈদ্যনাথপুর (মহপুকুর) গ্রামের মৃত পেশার মোহাম্মদের ছেলে মোঃ আব্দুস সামাদ (৮০) কে আপন ভাতিজা রবিউল ইসলামের স্ত্রী (৩৪) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা মোতাবেক বিরল থানার ১৫ অক্টোবর ২০২৪ তারিখের ১০/২০৪ নং মামলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করেছেন।

বিরল থানার তৎকালীন ওসি (তদন্ত) মোঃ রবিউল ইসলাম ২৩ মার্চ ২০২৪ তারিখে ৫৪ নং অভিযোগপত্রে আব্দুস সামাদকে প্রাথমিকভাবে অভিযুক্ত প্রমাণ করেন। এরপর গত ২৮ জুলাই ২০২৫ সোমবার বিকালে আব্দুস সামাদকে পুলিশ গ্রেফতার করে ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করে।

প্রতিবেশি মনিরা বেগম, সাবিনা, সানোয়ারা, শুকুরু মোহাম্মদ, সাকিব বাবু, বাবুল হোসেন ও আলমসহ স্থানীয়রা প্রতিবেদককে জানান, সামান্য মারামারির বিষয়ে শালিস করে মিমাংসা হয়েছে। অথচ ঐ শালিস মিমাংসা না মেনে বানোয়াট মামলা করা হয়েছে আমরা কেউ এধরণের ঘটনা তো দূরে থাক মামলার তথ্যটাও জানিনা। আব্দুস সামাদকে পুলিশ নিয়ে যাওয়ার পর জানতে পেরেছি। যে আব্দুস সামাদের থাকার জরাজীর্ণ ঘরটি মেরামতের সামর্থ্য নাই, সে এই বানোয়াট মামলা মোকাবিলা করবে কিভাবে? তাই আপন ভাতিজার স্ত্রীর দায়ের করা মিথ্যা মামলায় আশি বছরের বৃদ্ধর হাজতবাসের প্রতিবাদে পরিবারসহ এলাকাবাসী পূণরায় তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটনপূর্বক সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি প্রকৃত দোষীর উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে