শরণখোলায় জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালী ও সভা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৫:৪০ পিএম
শরণখোলায় জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালী ও সভা

শরণখোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) সকালে শরণখোলা উপজেলা মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন,শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন,ইসলামী আন্দোলন বাংলাদেশ,র উপজেলা শাখা সেক্রেটারী মাওলানা মোঃ মুসা সাঈফী, উপজেলা ভেটেরিনারী সার্জন আল মামুন জুয়েল, শরণখোলা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবি দলের সদস্য মোঃ দুলাল ফরাজী, উত্তরণ এনজিও,র শরণখোলা ম্যানেজার মিসেস নাজমুন্নাহার, মৎস্যজীবি ইসমাইল হোসেন প্রমূখ।

এর আগে মৎস্যজীবিদের নিয়ে একটি র‌্যালী উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ ছাড়া মৎস্য সপ্তাহের কর্মসূচীর অংশ হিসেবে  উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।

আপনার জেলার সংবাদ পড়তে