পাইকগাছায় সিএসও নেটওয়ার্কের কমিটি গঠন

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:২৩ পিএম
পাইকগাছায় সিএসও নেটওয়ার্কের কমিটি গঠন

খুলনার পাইকগাছায় সিএসও এবং সিএসও নেটওয়ার্কের কার্যক্রম টেকসইকরনে অংশ গ্রহণ মুলক কর্মশালা ও কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় অফিসার্স ক্লাবে ডরপ ইভলভ প্রকল্পের সহযোগিতায় সিএসও নেটওয়ার্কের সদস্য এ্যাড. এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ডরপ ইভলভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকারের পরিচালনায় ডরপ ইভলভ প্রকল্পের ফ্যাসিলিটেটর রুমানা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে। কর্মশালায় উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, শিক্ষক আজহারুল ইসলাম, ময়ন উদ্দীন আহমেদ, সাংবাদিক আলাউদ্দিন রাজা, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান, মিন্টু অধিকারী, নাজমা বেগম, নুরুন্নাহার বেগম, ছন্দা সুলতানা, মিতা দাস, ফাতেমা বেগম, পারভিন আক্তার, লিল্টু রানী, ইমা আক্তার, শ্রাবনী রানী সজ্ঞয় মন্ডলসহ সিএসও এবং সিএসও নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে সিএসও এবং সিএসও নেটওয়ার্কের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। কমিটিতে গোপণ ভোটের মাধ্যমে নির্বাচিত হন-সভাপতি আইনজীবী এ্যাড এফ এম এ রাজ্জাক, সহ-সভাপতি নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা বেগম, কোষাধ্যক্ষ সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, প্রচার সম্পাদক ময়নউদ্দীন আহমেদ, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, ছন্দা সুলতানা, পারভীন আক্তার।

আপনার জেলার সংবাদ পড়তে