কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৬:০৭ পিএম
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখাীঃকুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতি ডলফিন। এটির প্রস্থ দুই ফুট। আজ মঙ্গলবার ১৯ আগস্ট  দুপুর তিনটায় সৈকতের ঝাউ বাগান সংলগ্ন এলাকায় ডলফিনটি ভেসে আসে। এটির পেট ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারনা জেলের জালে আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ডলফিন রক্ষা কমিটি।

তারা জানায়, চলতি বছর এটি সহ মোট ৬ টি মৃত  ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে। তার ডলফিনগুলোর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জান বলেন, ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।