দিনাজপুরের কাহারোল উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত কাহারোল হাসপাতাল। প্রয়োজনীয় জনবল নিয়োগ ছাড়াই ৩১ শয্যা বিশিষ্ট কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নতি করা হয়েছে ৫০ শয্যায়। অনেক রোগী শয্যা না পেয়ে করিডোরের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। কাংখিত সেবা না পেয়ে বাধ্য হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে রোগী ও স্বজনেরা ছুটছে।
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মূলত ৩১ শয্যা ছিল প্রয়োজনীয় চিকিৎসক-কর্মচারী সংকটে খুড়িয়ে খুড়িয়ে চলছিল। এমন পরিস্থিতির মধ্যে ২০২১ সালে প্রয়োজনীয় জনবল ও সুযোগ সুবিধা ছাড়াই হাসপাতালটি ৫০ শয্যায় উন্নতি করা হয়। সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সটি ঘুরে দেখা যায় আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এক্স-রে, অত্মসত্তা নারীদের অস্ত্র-পাচার সহ যাবতীয় প্যাথলোজিকাল পরীক্ষা নিরিক্ষা সুবিধা থাকলেও জনবল নেই। জনবল কাঠামো অনুযায়ী ১৬জন চিকিৎক প্রয়োজন হলেও আছেন ৪জন। গুরুত্বপূর্ণ ৩টি বিভাগে সার্জারি, মেডিসিন ও গাইনিতে কোন বিশেষজ্ঞ নেই। গতকাল ২০ আগষ্ট দুপুর ১২টায় সরজমিনে বহির বিভাগের সামনে চিকিৎসা নিতে ভীড় দেখা যায়। ২টি কক্ষে রোগী দেখে ব্যবস্থা পত্র দিচ্ছেন ২জন চিকিৎক। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় গড়ে দৈনিক জরুরী ও বহির বিভাগে ৩ শত থেকে ৩৫০জন রোগী সেবা নিতে আসেন। প্রতি দিন রোগী ভর্তি হয়ে থাকেন ৩৫ থেকে ৪০জন। পাশাপাশি দৈনিক থেকে ৩জন অন্তঃসত্তা নারীর স্বাভাবিক সন্তান প্রসব করেন।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা হলে তিনি বলেন, বিভিন্ন সমস্যার বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তা জানানো হয়েছে।