শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) আমিনুল ইসলাম জানান, আজ বুধবার শ্রীমঙ্গল থানার এএসআই আওলাদ হোসেন, এএসআই শরাফত আলী, এএসআই মোঃ নজরুল ইসলাম শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সুলতান আহমেদ, তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ ৪ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মধু মিয়া ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রুকন মিয়াকে (৩৫) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।