সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৫:১৩ পিএম
সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্যদের চলাচল ও দায়িত্ব পালনে গতি আনতে সাতক্ষীরায় সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি ভাতাভোগী সদস্যদের হাতে সাইকেল তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. এফতেখারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মিয়ারাজ আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক এইচ. এম. ইশার আলী প্রমুখ।

অনুষ্ঠানে সাত উপজেলার বিভিন্ন পর্যায়ের মোট ২৮ জন ভাতাভোগী সদস্যের মাঝে সাইকেল বিতরণ করা হয়। কর্মকর্তারা জানান, এ উদ্যোগ আনসার ও ভিডিপি সদস্যদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনে আরও সহজ ও কার্যকর করবে।

আপনার জেলার সংবাদ পড়তে