রাজশাহীর বাঘায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর অভিযোগে চার ব্যবসায়ীর ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার আড়ানী পৌর বাজারে বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জানা গেছে, মেসার্স সুজন এন্টার প্রাইজের ৫ হাজার টাকা, ক্ষুদিরাম পাল মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা, বৃষ্টি মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা, মামুন মিষ্টি ও খাবার হোটেলে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও সংরক্ষেনের দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, মেয়াদউত্তীর্ণ পণ্য, পণ্যের মোড়ক সংরক্ষণ না করা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী সতর্কতামূলক চার ব্যবসায়ীর ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।