কালিয়াকৈরে সাংবাদিক ও মানবাধিকার কর্মী আশরাফ উদ্দিন বারবার মিথ্যা মামলায় হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আশরাফ উদ্দিন পেশায় একজন দলিল লেখক। মামলায় উল্লেখিত ৫ আগষ্ট ২০২৪ ঘটনার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আশরাফ উদ্দিন কে আদালতে সোপর্দ করা হয়। আশরাফ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানায়, কুচক্রি মহলের ইন্দনে মামলার ঘটনার সাথে সংশ্লীষ্টতার প্রমান ছাড়াই রহস্যজনক কারনে তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত কযেক মাস পূর্বে কালিয়াকৈর থানার অন্য আরেকটি মামলায় কুচক্রি মহলের ষড়যন্ত্রে মিথ্যা অভিযোগে আশরাফকে গ্রেফতার করা হয়েছিলো। কয়েকদিন হাজতবাসের পর সেই মামলায় তিনি জজ কোর্ট থেকে জামিন পান। এলাকাবাসী জানায়, আশরাফ উদ্দিন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রির্পোটার ও জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেকেই মনে করেন কালিয়াকৈর পৌর এলাকার কালামপুর মৌজাস্থিত একখন্ড জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তাকে বারবার হযরানী করে যাচ্ছে। সাংবাদিক মহল, দলিল লেখকবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আশরাফ উদ্দিনের দ্রুত মুক্তি প্রত্যাশা করেন।