বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে অসহায় পরিবারের মাঝে চাল ও গাছের চারা গাছ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহসপতিবার বিকেলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার’ এর ব্যানারে ওই চাল ও গাছের চারা বিতরণ করা হয়। সেসময়ে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি পিরোজপুর জেলার সরকারী কৌশুলী (জিপি) অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সমপাদক রেজাউল হক রিয়াজ, জেলা কৃষকদলের আহ্বায়ক নাসির আহমেদ বাচ্চু ও জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট সৈয়দ আশিক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চাল বিতরণের পূর্বে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন। এদিনে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে ৫ কেজি করে চাল ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।