রাজশাহীর তানোরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই কর্মী-সমর্থককে ধরে মারপিট করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ ২২ আগস্ট শুক্রবার দুপুর আড়াইটার দিকে আজিজপুর গ্রামের ছাত্রদল নেতা মোতালেব হোসেনের নেতৃত্বে স্থানীয় আ.লীগের কর্মীসমর্থক গোলাম রাব্বানী (২৯) ও মোসলেম উদ্দিন (৩২) কে ধরে থানাপুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউনিয়নের ভালুকাকান্দর গ্রামের সুকচাঁন আলীর পুত্র গোলাম রাব্বানী ও একই ইউনিয়নের মালবান্দা গ্রামের বাসিন্দা আব্দুর জব্বারের পুত্র মোসলেম উদ্দিন ওই এলাকায় বিভিন্ন ভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বার্তা বলে প্রচার চালায়। খবর পেয়ে পাশের আজিজপুর গ্রামের ছাত্রদল নেতা মোতালেব হোসেনের নেতৃত্বে তাদের ধরে মারপিট করে পুলিশে খবর দেন। এহেন খবরে তানোর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, গোলাম রাব্বানী ও মোসলেম উদ্দিন আ.লীগের পক্ষে বিভিন্ন ভাবে প্রচারণা চালানোর কারণে স্থানীয় ছাত্রদল নেতা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটককৃতদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। ই/তা