কুলিয়ারচরে গৃহবধূর লাশ উদ্ধার

এফএনএস (মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০২:৫৭ পিএম
কুলিয়ারচরে গৃহবধূর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড়খারচর গ্রামের জেসমিন আক্তার (৩০)কে ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এই ঘটনাটি ঘটে গত শুক্রবার একই বাড়ীর লাকরীর ঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে জেসমিন আক্তার একই গ্রামের জাকির হোসেনর স্ত্রী। সে নিজেও একটি সিগারেট ফ্যাক্টরিতে কাজ করতেন। তার বাবার বাড়ী বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নে। নিহত গৃহবধূর ছেলে সিয়াম জানান, তার মাকে গত রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার শশুর জানান, সকালে রান্নার জন্য খুলে দেখেন তার লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই ব্যাপারে কুলিয়ারচর  থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে