দিনাজপুরের হিলিতে ২শ পিস ট্যাপেন্টাডলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২ টায় উপজেলার সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ২শ পিস ট্যাপেন্টাডলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,সাতকুড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে মামুন ইসলাম (৩৪) ও একই এলাকার মোঃ আব্দুল হান্নান এর ছেলে মোঃ মেহের আলী (২৮) ।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই মাদক বিক্রেতা তাদের বাড়িতে মাদকদ্রব্য মজুদ করেছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২শ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য কেনাবেচার অপধাধে তাদের কে আটক করা হয়। থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আজ সকালে দিনাজপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।