চিতলমারীতে টাইফায়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ২৭ আগস্ট, ২০২৫, ০৬:০৪ পিএম | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৫:৫৯ পিএম
চিতলমারীতে  টাইফায়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন

টাইফায়েড টিকাদান ক্যাম্পেইন ১২ অক্টোবর ২০২৫ উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শর্মী রায় এর সভাপতিত্বে ও তার অফিস  কক্ষে, এক সচেতনামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।

 উপজেলা কমিউনিটি লিডার, সাংবাদিক ও সংশ্লিষ্ঠ ব্যক্তি বর্গের উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মোসাঃ পারুল আক্তার, ডাঃ শেখ আওরঙ্গজেব প্রিন্স, ডাঃ রানী খানম, ডাঃ ইমতিয়াজ আহমেদ নাঈম, ডাঃ মুক্তি বিশ্বাস, ডাঃ সালমা আক্তার ও ডাঃ মফিজুর রহমান প্রমূখ।

উল্লেখ্য: এবার ৯মাস থেকে ১৫ বছর বয়াসী শিশুদের এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেয়া হবে। আগস্ট থেকে টিকা গ্রহনের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। যা চলবে টিকাদান শুরু হবার আগ পর্যন্ত।